রাখাইনে যুদ্ধ, সীমান্তে অনুপ্রবেশের শঙ্কাও বাড়ছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধের তীব্রবতা বেড়েই চলছে। ফলে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের পাশাপাশি সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অনুপ্রবেশ চেষ্টাও বাড়ছে। 

গত দুই দিনে কক্সবাজারের টেকনাফের তিনটি পয়েন্ট দিয়ে প্রায় দেড়শ বেশি বিজিপি বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে। এদের মধ্য সেদেশের সেনাবাহিনীও রয়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বিজিবি তৎপর রয়েছে। 

সর্বশেষ ১২ জুলাই শুক্রবার কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে ১৮ জন বিজিপি অনুপ্রবেশ করছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিজিবি ও কোস্ট গার্ডের পক্ষ থেকে কোন আনুষ্টানিক বক্তব্য পাওয়া যায়নি। 

সীমান্ত আজকেও (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত গোলার বিকট শব্দ পাওয়া গেছে উল্লেখ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘আমাদের সীমান্ত স্বাভাবিক রয়েছে। তবে ওপারের যুদ্ধের কারনে মাঝে মধ্য সেদেশ থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্ত বিজিবি ও কোস্ট গার্ড নিয়মিত টহলের কারনে ঢুকতে পারছে না। তবে মাঝে মধ্য মিয়ানমারের বিজিপি সদস্যদের প্রবেশ খবর পাওয়া যায়।’

এদিকে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দ টেকনাফ সীমান্ত শুনা গেছে। ফলে সীমান্তের মানুষের শঙ্কা, নতুন করে রোহিঙ্গার পাশাপাশি সেদেশের বিজিপির আরও সদস্য এপারে অনুপ্রবেশ ঘটলে পারে। এর আগে গত শুক্রবার সেন্টমার্টিনে অনুপ্রবেশ করা মিয়ানমারের ২ বিজিপিসহ ৩১ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছিল। 

তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে আমরা কঠোরভাবে কাজ করছি উল্লেখ করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মিয়ানমারের এমন পরিস্থিতিতে সীমান্তের যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’ 

সীমান্তের বাসিন্দারা বলছে, মিয়ানমারে মংডু টানা চলমান যুদ্ধে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলার বিকট শব্দ পাওয়া গেছে। সেদেশের চলমান যুদ্ধে সেখানে (মিয়ানমার) হাইন্দা পাড়ায় হতাহতের খবর পাওয়া গেছে। 

সেদেশ থেকে মুঠোফোনে মুহাম্মদ জুনাইদ বলেন, ‘মংডুতে অনকে জায়গা আরর্কান আর্মির দখলে চলে গেছে। দুই পক্ষের যুদ্ধের কারনে আজকেও (শুক্রবার) রোহিঙ্গা হতাহত হয়েছে। সকালে মংডুর পাতংজা নামে একটি বিজিপির একটি চৌকি দখলে নিয়েছে আরকান আর্মি। এই যুদ্ধের কারনে অনেক রোহিঙ্গা গ্রামে গ্রামে পালিয়ে বেড়াচ্ছে। এটা সত্য অনেকে আবার প্রাণ বাচাঁতে বাংলাদেশেও পালিয়ে যাচ্ছে। তবে আমরা এখনো গ্রামে রয়েছি, পরিস্থিতি কি দাড়াঁয় দেখছি।’    

টেকনাফ সীমান্তের বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘বৃষ্টির কারনে আজকে সীমান্তের গোলা শব্দ কম শুনা গেছে। কিন্তু বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে আবার বিকট শব্দ শুনা গেছে এপারে।’ 

এ বিষয়ে টেকনাফের নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস জানান, ‘সীমান্তের আমরা টহল অব্যাহত রেখেছি। যাতে মিয়ানমারের পরিস্থিতির কারনে অনুপ্রবেশ না ঘটে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *