প্রতিটি শিক্ষার্থীকে আইসিটির ওপর দক্ষ হতে হবে : সচিব আবু হেনা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে সভায়।

স্থানীয় সরকার বিভাগের (পল্লী উন্নয়ন ও সমবায়) মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, প্রতিটি শিক্ষার্থীকে আইসিটির ওপর দক্ষ হতে হবে। পাশাপাশি ভালো ইংরেজি জানতে হবে। তাহলে তোমরা তোমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে।

আজ শনিবার (১৩ জুলাই) বিকালের দিকে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের চারদিকে কি হচ্ছে, সেদিকে নজর না রেখে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে।

মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, যদি তোমরা ফেসবুক ও টিকটকে ছবি অথবা ভিডিও আপলোড করো। তোমাদের সতর্ক হতে হবে। এ ফেসবুক-টিকটকের কারণে তোমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এজন্য কোনকিছু আপলোড করার পূর্বে ভেবেচিন্তে আপলোড করতে হবে।

শিক্ষার্থীদের সঙ্গে সচিবের মতবিনিময় সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর পৌর শহরের মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, মেহের নিগার ও লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *