সাত মাসে কোরআনে হাফেজ ফাহিম

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী শিশু ওমর ফারুক ফাহিম সাত মাসে কোরআনে হাফেজ হয়েছেন। 

দ্রুততম সময়ের মধ্যে ৩০ পারা কোরআনে হাফেজ হয়ে পরিবার ও শিক্ষকদের অবাক করে দিয়েছেন ওমর ফারুক ফাহিম। 

ওমর ফারুক ফাহিম হলেন রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের বেপারীবাড়ির ব্যবসায়ী মিজানুর রহমানের পুত্র। সে রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও মাদরাসা-ই-দারুল উলুম মাদানিয়ার (সাবেক মনিকানন) ছাত্র।

ওমর ফারুক ফাহিম বলেন, ‘মা-বাবা আমাকে ইসলামের পথে দেখতে চেয়েছিলেন। এ জন্য আমাকে মাদরাসায় হিফজ বিভাগে ভর্তি করান। আমি তাঁদের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে কোরআন পড়তে শুরু করি। মুসলিম হিসেবে কোরআনে হাফেজ হওয়া আমার জন্য সর্বোচ্চ পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমার স্বপ্ন পূরণ করেছেন।

ওমর ফারুক ফাহিমের পিতা মিজানুর রহমান বলেন, ‘কোরআনে হাফেজ হয়ে ফাহিম আমাদের স্বপ্ন পূরণ করেছে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

মাদরাসা-ই-দারুল উলুম মাদানিয়ার হিফজ বিভাগের শিক্ষক মো. ইউসুফ বলেন, ‘ফাহিম প্রতিভাবান ছাত্র। সাত মাসেই ওমর ফারুক ফাহিম পুরো ৩০ পারা কোরআনে হাফেজ হয়েছেন।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘ফাহিম গত বছর আমাদের মাদরাসায় ভর্তি হয়। সে খুব ভালো একজন ছাত্র। আল্লাহর অশেষ রহমতে সে অল্প সময়ে হাফেজ হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাকে দেখে অন্য শিক্ষার্থীরাও ব্যাপক উৎসাহ পাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *