দীর্ঘ ২০ বছর পর সড়ক সংস্কারের প্রস্তুতি নেওয়া নব-নির্বাচিত চেয়ারম্যান কে গণসংবর্ধনা 

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পদ্মা বাজার থেকে ডাগ্গাতলী বাজার ওয়াবদা সড়ক সংস্কারের প্রস্তুতি নেওয়া রবিবার বিকেলে লামচর ইউনিয়ন পরিষদের হল রুমে রামগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত কে গণসংবর্ধনা দেওয়া হয়।

লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত,লামচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল হক টুনা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সায়েম হোসেন সহ প্রমুখ। 

বক্তব্য প্রদান শেষে লামচর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদের মেম্বার,ইউ ডিসি,গ্রাম পুলিশ, ব্যবসায়ীরা পৃথকভাবে ফুলের সংবর্ধনা প্রদান করে। উল্লেখ রামগঞ্জ উপজেলার জন গুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে রামগঞ্জ-পদ্মা বাজার, রসুলপুর বেড়ি বাজার থেকে ডাগ্গাতলী বাজার, পর্যন্ত পদ্মা সড়ক। দক্ষিণ অঞ্চলের পুলিশ তদন্ত কেন্দ্র, দাসপাড়া উচ্চ বিদ্যালয়, মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামচর ইউনিয়ন পরিষদ,লামচর ভূমি অফিস, রসুলপুর বেড়ি বাজার, ডাগ্গাতলী বাজার, মোহাম্মদিয়া বাজার, দেওয়ান বাজার ও লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলা বাসি চলাচলের অন্যতম সড়ক এটি। 

দক্ষিণাঞ্চলের মানুষের ব্যবসায় বাণিজ্য স্কুল ও কলেজগামী শিক্ষার্থী চলাচলের এবং যানবাহন চলাচলে একমাত্র সড়কটি নানার অজুহাতে দীর্ঘ প্রায় ২০ বছর যাবত সংস্কার না হওয়া এলাকাবাসী দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও ইউনিয়ন নির্বাচনের চলাকালে প্রার্থীরা সড়কটি সংস্কার অজুহাত দেখিয়ে ভোটারদের হৃদয় স্থান নিয়ে নির্বাচিত হলে আর খবর রাখেননি বিগত বছরগুলোতে। 

লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়েজ উল্যাহ জিসান বলেন, নব-নির্বাচিত রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের কাছে দক্ষিণ অঞ্চলের মানুষ সড়কটির সংস্কার দাবি করেছেন। 

দীর্ঘ  ৯ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার সড়কে বিশালাকার গর্ত,রাস্তা দুই পাশে ভেঙ্গে সরু হয়ে যাওয়া, দীর্ঘ রায় ১০ বছর যাবত যানবাহন চলাচলের সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই সড়ক দিয়ে ভারি যান-বাহন চলাচল করতো,আজ সেই সড়ক দিয়ে হুন্ডা পর্যন্ত চলাচল করতে পারে না। 

এ রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হওয়ায় সড়কের আশেপাশের মানুষ প্রতিদিনের বাজার করতে,হাসপাতাল যেতে, আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতে,শিক্ষার্থীরা স্কুল- কলেজে যেতে পাঁচ কিলোমিটার দূরে দিয়ে যেতে হচ্ছে। 

নব-নির্বাচিত রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত ব্যক্তিগত অর্থায়নে এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কিছুদিনের মধ্যে সড়কটি চলাচল উপযোগী করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *