ট্রেনে কাটার পড়ে ৫ নিহত সকাল ১১ টায় আরো ১ জন এনিয়ে ছয় জনের লাশ উদ্ধার 

মোঃ তৌফিকুল হক, রায়পুরা,নরসিংদী :

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আরো এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর।

রবিবার (৮ জুলাই) বেলা ১১ টা ৫০ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে রবিবার ভোরে উপজেলার কমলপুরে ট্রেন কাঁটা পড়ে আরো ৫ জনের মৃত্যু হয়। এনিয়ে দুটি পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ঘটনার সততা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক মোঃ শহিদুল্লাহ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রেললাইনে ওপর উঠে শুয়ে পড়েন। ওই সময় ঢাকা আগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়াই নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছেন নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা। 

এদিকে একই দিন ভোরে  উপজেলার কমলপুরে চিটাগাং মেইলের নিচে কাটা পরে অজ্ঞাতপরিচয় পাঁচ জন নিহত হয়। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছর। পৃথক দুটি দুর্ঘটনায় এনিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *