মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে ৫ জনকে আটক করেছেন পুলিশ। 

গতকাল বুধবার (৩ জুলাই) তাদের আটক করা হয়।

লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা পুলিশ ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ ৫ চোরকে আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে মোটরসাইকেল সহ আটকদের থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর ১০নং ইউনিয়নের দেবীপুর গ্রামের মুনসুর আহম্মদের পুত্র সোহেল (৩০) ও আনোয়ার হোসেন (৩৫), লক্ষ্মীপুর সদর উপজেলার চরমার্টিন গ্রামের আবুল কাসেমের পুত্র আনোয়ার হোসেন শামীম (২২), চাঁদপুর জেলার কচুয়া থানার মো. জুয়েল (২৪) ও মো. শামসুল হক (৩৫)।

পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বরে হওয়া একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তকালে চক্রটির সন্ধান পায় পুলিশ। গত ২রা জুলাই লক্ষ্মীপুর জেলার রায়পুর ও চাঁদপুর জেলার কচুয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম তিন আসামীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হয় আরো ২ জন। গ্রেপ্তার হওয়া ৫ জনকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর চক্রের আরো সদস্যদের নাম উঠে আসছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা ২০২৩ সালের ডিসেম্বরের একটি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাই।

পরবর্তীতে গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে পালসার ব্রান্ডের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *