বৃষ্টির মধ্যও সীমান্তে থামছে না গোলার বিকট শব্দ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দ ভেসে আসছে কক্সবাজারে টেকনাফ সীমান্তে। গত তিন দিন বন্ধের পর আবারও মিয়ানমারের গোলার বিকট শব্দে টেকনাফ সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। 

বৃহস্পতিবার ভোর থেকে টেকনাফ সীমান্তবর্তী মংডু শহরের আশপাশ থেকে ভারী গোলাবর্ষণের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে সীমান্ত এলাকা। এদিকে চলমান মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর মধ্যে আবারও তুমুল  যুদ্ধ বৃদ্ধি পেয়েছে। 

এ বিষয়ে টেকনাফ পৌরসভার সীমান্তের বাসিন্দা মোহাম্মদ কাদের বলেন, ‘দুইদিন বন্ধের পর সীমান্তের ওপারে আবারও ব্যাপক যুদ্ধ চলছে। যার কারনে এপারে বিকট গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সেদেশে থাকা রোহিঙ্গারা গ্রাম ছেড়ে পালাচ্ছে। অনেকে এখানে পালিয়ে আসার চেষ্টা করছে। পাশাপাশি সেখানকার বিজিপিও ঢুকার চেষ্টা করছে বলে জানা গেছে।’ 

স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে টেকনাফ সীমান্তে গোলার বিস্ফোরণ শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এমন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিদ্রোহীরা মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ জন্য একের পর এক হামলা হচ্ছে। আর এসব কারণে মংডু শহরের পশ্চিম সীমান্তের টেকনাফ পৌরসভা, সাবরাং ইউনিয়ন ও দক্ষিণের সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘দুই এক দিন বন্ধ থাকার পর সীমান্তে আবারও রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে সংঘাত অনেক বেড়ে গেছে। ফলে সীমান্ত এপারে গোলার বিকট পাওয়া যাচ্ছে। সীমান্তে বসবাসকারী গোলার শব্দ এক ধরনের আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকের কাছে গোলার শব্দ নিত্যদিনের ঘটনার অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা সীমান্ত বসবাসকারীদের খোঁজ খবর রাখছি।’ 

একিকে, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিনরাত নাফনদী ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সব সময় প্রস্তুত সীমান্তরক্ষী বিজিবি ও কোস্টগার্ড।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সীমান্তে বাসিন্দারা আজকেও ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়ার কথা স্বীকার করেছে। তবে আমাদের আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন। পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ববিজিবি ও কোস্টগার্ড সদস্যরা তৎপর রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *