এত গোলাগুলির শব্দ, আগে কোনোদিন শুনিনি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারে টেকনাফ সীমান্তে রাতভর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও গুলির শব্দ শুনা গেছে। এতে সীমান্তের বসবাসকারী মানুষের মাঝে ভয়ভীতি বাড়ছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে টেকনাফের হ্নীলা থেকে শাহপরীর দ্বীপের নাফনদী সীমান্তে  মিয়ানমারের ওপার থেকে মর্টারশেলের শব্দে আতঙ্কে সীমান্ত এলাকার লোকজন। 

এদিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর পরিপ্রেক্ষিতে মূল ভূ-খণ্ডের সঙ্গে দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের গত ১৪ দিন ধরে নাফ নদী-রুটে যোগাযোগ বন্ধ থাকায় ফের দ্বীপে নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটে পরবে। এতে  দ্বীপের বসবাকারী প্রায় দশ হাজার মানুষ দুশ্চিন্তার মধ্য রয়েছে।

গোলার শব্দ পাওয়া যাচ্ছে বলে স্বীকার করেন টেকনাফ সীমান্তের বসবাসকারী নুর করিম (৪৫) বলেন, ‘রাতভর গোলা শব্দ শুনা গেছে সীমান্তে। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্তের পারে জীবন শেষ হওয়ার পথে আগে কখনো এম গোলার আওয়াজ শুনে পায়নি। গতকাল রাতে সীমান্তের ওপারে আধঘণ্টা ধরে যে গোলাবর্ষণ হয়েছে, আগে এরকম কোনোদিন শুনিনি। এমনকি শনিবার ভোর পর্যন্ত  থেমে থেমে মিয়ানমারের গোলার ভারী বিকট শব্দ এপারে ভেসে আসছে। এতে বিশেষ করে নারী-শিশুদের নিয়ে খুব চিন্তায় মধ্য রয়েছি।’ 

সীমান্তে লোকজন জানায়, কয়েক মাস ধরে  বন্ধ থাকার পর 

রবিবার রাতে নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারী বাহিনীর সাথে আরাকান আর্মিদের সঙ্গে চলছে সংঘর্ষ। এতে টেকনাফের হ্নীলা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত  সীমান্তের মিয়ানমারের ভারী গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এতে সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’ 

হ্নীলার বসবাসকারী মোহাম্মদ রাসেল বলেন, আবারও রাতভর নাফনদের ওপারে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। মনে হচ্ছে মাটি খুড়ে কেউ নিয়ে যাচ্ছে।’ 

শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘রাতে মিয়ানমারের গোলার এত বিকট শব্দে কোনভাবে ঘুমাতে পারেনি।  এমনকি সকালেও ওপার থেকে ভারী গোলার শব্দ এপারে পাওয়া গেছে। এসব নিয়ে সীমান্তের মানুষ ভয়ভীতির মধ্য রয়েছে।’…

শাহপরীর দ্বীপ সীমান্তে গোলার বিকট শব্দের বিষয়টি স্বীকার করে  টেকনাফ শাহপরীর দ্বীপে ইউপি সদস্য আবদুস বলেন, ‘সীমান্তে রাতে খুব বেশি গুলির শব্দ শুনা গেছে। কয়েকদিন ধরে ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তবে সীমান্তের বসবাসকারী লোকজন যাতে ভয়ভীতি মধ্য না থাকেন সেজন্য আমারা অনুরোধ করছি।’ 

টেকনাফের পৌরসভার প্যানেল মেয়র মো.মুজিবুর রহমান বলেন,  ‘ সীমান্তে গোলার শব্দ পাওয়া গেছে। অন্যদিনের তুলনার আজকের গোলার শব্দ বিকট।’ 

নাম প্রকাশের অনিচ্ছুক সীমান্তে জেটি টোর আদায়কারী এক ব্যক্তি বলেন, ‘সীমান্তের ওপার গোলার বিকট শব্দে এপারে থাকা যাচ্ছে না। আমরা শুনেছি ওপারে যুদ্ধ বিমান থেকে হামলা হচ্ছে।  এতে অনেক মানুষের মৃত্যু খবরও পাচ্ছি। অনেক রোহিঙ্গা মৃত্যুর মুখ থেকে বাঁচতে গ্রাম ছেড়ে পালাচ্ছে।  আবার অনেকে এপারে আশ্রয় নেওয়া ক্যাম্পে স্বজনদের সাথে যোগাযোগ করছে পালিয়ে আসার জন্য।’ 

একিকে, মিয়ানমার মংডুও শহরের পাদংসা, কাদির বিল, হাইন্দা পাড়া গ্রামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে।, টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিনরাত নাফনদী ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে।সেটি চলমান এবং যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সব সময় প্রস্তুত বিজিবি ও কোস্টগার্ড।

এ বিষয়ে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেছিলেন,  ‘সীমান্ত অনুপ্রবেশ ঠেকানার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।’

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘এখনও টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে মানুষজন বন্দী হয়ে পরেছে। এছাড়া দ্বীপে এখন নিত্য প্রয়োজনীয় পণ্য ফের সংকটের পথে। যার কারনে দ্বীপের মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছে।’ 

টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘এখনো মিয়ানমার সীমান্তে গুলি বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে লোকজন যাতে ভয়ভীতিরতে না থাকে  সেজন্য অনুরোধ করা হচ্ছে। তাছাড়া টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট চলাচলের নিয়মিত বিকল্প পথ শীঘ্রই চালু করার চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *