মেঘনা নদীতে গোসল করতে নেমে স্ত্রীর সামনে তলিয়ে গেলেন স্বামী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে গেলেন স্বামী। সাঁতার জানা সত্ত্বেও তার তলিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালের দিকে শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ জহিরুল ইসলামের (৩০) বাড়ি বরিশালে। তিনি স্ত্রী মনিরা বেগম ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে ভাড়া বাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

চাঁদপুর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওই দম্পতি একসঙ্গে নদীতে গোসলে নেমেছিলেন। জহির পানিতে ডুব দিয়ে আর উঠেনি। জহিরকে না পেয়ে তার স্ত্রী ডাক-চিৎকার করে। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে আসে। থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল জহিরের খোঁজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *