রাজধানীতে ঈদুল আজহার জামাতের সময়সূচী

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা সোমবার উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। 

তবে আবহাওয়াজনিত কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে, রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত হবে। জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত হবে যথাক্রমে সকাল ৮টায় এবং ৯টায়। সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের মাঠে সকাল ৮টায় জামাত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে এবং মগবাজারের বিটিসিএল কলোনির জামে মসজিদে জামাত হবে।

ধানমন্ডির এনায়েত মসজিদে সকাল সাড়ে ৭টায়, বাইতুল আমান মসজিদে সকাল ৮টায়, তাকওয়া মসজিদে সকাল ৮টায় এবং সোবহানবাগ মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে ঈদের নামাজের তিনটি জামাত হবে, যথাক্রমে সকাল ৬টায়, সাড়ে ৭টায় এবং ৯টায়।

মিরপুর ১২ এর হারুণ মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামিতে সকাল ৭টায়, উম্মে কুলসুম জামে মসজিদে ৭টা ১৫ মিনিটে, এফ ব্লকের জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে, মদিনাতুল উলুম মাদরাসায় ৭টা ৪৫ মিনিটে এবং ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *