জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা সদরে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবী ইলিশ জেলেদের মধ্যে ১’শ ২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়। 

গতকাল শনিবার (৮ জুন) বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগিদের হাতে এসব বাছুর তুলে দেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

উক্ত অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৩- ২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১’শ ২৮ জন দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *