অর্ধশতাধিক স্থানে বসছে কোরবানির পশুর হাট

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অর্ধশতাধিক স্থানে বসছে কোরবানির পশুর হাট।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের বর্জ্য ব্যবস্থাপনা প্রস্তুতি বিষয়ক সভায় এ তথ্য জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

আজ বুধবার (৫ মে) দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুরে পশুর হাট, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য ব্যাবস্থাপনার উপর আলোচনা করা হয়। 

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজা-ই রাফিন সরকার, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্দিষ্ট স্থানে ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করতে হবে। 

উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হয় কোরবানির পশু জবাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ হবে। যেখানে সেখান পশুর হাট ও  চামড়ার বাজার বসানো যাবে না। এতে বর্জ্য ব্যবস্থাপনায় সংকট হবে। 

এসময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান জেলার প্রস্তাবিত শতাধিক স্থানের নাম অস্থায়ী পশুর হাট হিসেবে ঘোষনা করেন। এছাড়া আরও কয়েকটি প্রস্তাবিত স্থানের বিষয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহনের কথা জানান তিনি।

একই সাথে তিনি চলাচলের সড়ক সহ বিদ্যালয় মাঠে কোরবানীর পশুর হাট না বসানোর জন্য নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *