নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা দ্রুত নিবন্ধন, রুট পারমিট প্রদান, চালকের লাইসেন্স দেওয়াসহ বিভিন্ন দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন) বিকালে ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মিলন মন্ডল, সাধারন সম্পাদক এডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন শতাধিক রিকশা ও ইজিবাইক চালকরা।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ১০ বছর ধরে নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। উচ্চ আদালতের রায়ের পর ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ ’ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করতে হবে। এছাড়া ব্যাটারী চালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন, রুট পারমিট এবং বিআরটিএ এর মাধ্যমে লাইন্সেস প্রদানের দাবি করেন তারা।
এছাড়াও ইজিবাইক ও অটোরিকশা মানববন্ধনকৃতরা বলেন, ইজিবাইক চালকদের হয়রানি ও অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং ব্যাটারী চালিত ইজিবাইক ও রিকশা চলাচলের জন্য আলাদা লেন সহ সুনির্দিষ্ট স্ট্যান্ড নিশ্চিত করতে হবে।