চাটখিলে মাদ্রসা ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষক গ্রেফতার 

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী চাটখিল উপজেলার তালতলা গ্রামের মারকাজুল কুরআন মাদ্রসার এক শিক্ষককের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। ওই শিক্ষকের নাম আবুল কালাম (৩০ )। 

তিনি পাঁচগাঁও ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড এর আফসারখিল গ্রামের হাছেন গাজী বেপারী বাড়ীর আবুল কাশেম এর ছেলে। 

স্থাণীয় সূত্র বলছে, মারকাজুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের সাথে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম নানা রকম ভয়ভীতি দেখিয়ে ছাত্রদের বলৎকার করতো । গত শনিবার ভিকটিম দশ বছরের শিশু মোহাম্মদ মাকসুদুল ইসলাম সাফিন তাদের বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে না চাওয়ার কারণ চানতে চাইলে বলৎকারের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে আসে। ভিকটিম ছাত্র বলেন, রাতে মাদ্রাসার ছাদের দিকে শিক্ষক আবুল কালাম আমাকে ডেকে নিয়ে নির্যাতন করে। এতে এলাকাবাসী রবিবার রাতে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম ধরে পুলিশকে খবর দিয়ে আসামিকে ধরিয়ে দেন। এ ঘটনার পর ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে নিয়ে আসে। ভিকটিমের অভিভাবক থানায় একটি মামলা দায়ের করে। আজ সোমবার দুপুরে আসামীকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *