চাঁদপুর জেলায় ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভাঃ 

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার  ৩০ মে  চাঁদপুর জেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক  অর্ধবার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।

স্থানীয় সরকার শাখার উপপরিচালক জনাব অপর্ণা বৈদ্য এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এহসান মুরাদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌলি মন্ডল, বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণ, ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ ও সংশ্লিষ্ট অংশীজন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করতে হবে। সাধারণ জনগণকে গ্রাম আদালতের প্রতি আরো উৎসাহিত করার পাশাপাশি গ্রাম আদালতে দ্রুততম সময়ে বিচার পাওয়ার ব্যাপারে জনগণকে অবহিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *