মেঘনার বাঁধে ধস, মেরামতের চেষ্টা নৌ-পুলিশের

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লক্ষ্মীপুর জেলার রামগতির উপজেলা বড়খেরীর মেঘনা নদীর তীররক্ষা বাঁধের কয়েকটি স্থানে ধ্বস নেমেছে। জোয়ারের তোঁড়ে বাঁধের বিভিন্ন স্থানে অন্তত ৯ টি গর্তের সৃষ্টি হয়েছে। এতে পুরোপুরি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বাঁধটি। 

বাঁধ ক্ষতিগ্রস্ত হলে রামগতি বাজার ভাঙন ঝুঁকিতে পড়বে।

এদিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাঁধ মেরামতের চেষ্টা করছেন। ভাঙন ঠেকাতে বিধ্বস্ত স্থানে জিওব্যাগ এবং ব্লক বসিয়েছেন তারা।

গত রোববার (২৬ মে) জিও ব্যাগ দিয়ে বেড়ীবাঁধ মেরামত করেন নৌ পুলিশ বড়খেরী। 

পরবর্তী রাতে  আছিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় রামগতিতে শুকনা খাবার ও পানি বিতরন করেন।

গতকাল সোমবার (২৭ মে) জনসচেতনতা সৃষ্টি এবং আজ মঙ্গলবার (২৮ মে) ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ মেরামত করেন।

বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের সময় মেঘনার জোয়ারে বাঁধে আঘাত আনে। এতে বাঁধের অন্তত ৯টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। জোয়ারের তোঁড়ে বাঁধে মাটি সরে গেছে। ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডেকে আমরা সহযোগীতা করে যাচ্ছি। আমাদের নৌ-পুলিশের সদস্যরা বাঁধ মেরামতে কাজ করছে। বাঁধের বিধ্বস্ত স্থানে জিওব্যাগ ও ব্লক বসানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *