বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত 

  • মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশনের (পরিচালক-২)  এর  উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ষষ্ঠ উপজেলা

পরিষদের ৩য় ধাপে অনুষ্ঠেয় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সকল পদের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার

জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন।

এতে আরও বলা হয়,  উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি প্রচার ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  সেন্টমার্টিনের একমাত্র ভোট কেন্দ্র সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে মোট ভোটার রয়েছে ৩৭১৩ জন। যার মধ্যে পুরুষ ১৮ শ’ ৫৮ জন এবং নারী ভোটার ১৮ শ’ ৫৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *