ক্যাম্পে আগুনে পুড়ল আড়াইশ বসতঘর

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে  অগ্নিকান্ডের ঘটনায় আড়াইশ ঘরবাড়ি পুড়ে গেছে। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

পরে আগুন সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 

এসব তথ্য নিশ্চিত করে উখিয়ার ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮-এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর বলেন,’ক্যাম্পে কারিতাস নামক একটি এনজিও কার্যালয় থেকে ক্যাম্পে আগুন ধরে। কিন্তু বাতাসের কারনে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়।’ 

কোন হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘ এ ঘটনায় দোকানসহ প্রায় ২৫০টি ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পে আমাদের টহল জোরদার রয়েছে।’ 

তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা মৌলভী হাসান বলেন,’ হঠাৎ করে ঘরে ছাউনিতে আগুন দেখে দিশাহারা হয়ে পরি। প্রথমে ঘরের লোকজনকে সরিয়ে নিয়। এরপর আগুন নেভানোর চেষ্টা করি। যখন আগুন আরো চারদিকে ছড়াচ্ছে ঘরের জিনিসপত্র বের করে ফেলি।  তবে আগুনে পুড়ে গেছে অনেকের ঘরবাড়ি। কিন্তু আগুন লাগার ঘটনাটি দূর্ঘটনা নাকি পরিকল্পনা সেটি খতিয়ে দেখা দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *