নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মকবুল হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক ও হাছিনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ মে) ইভিএম পদ্বতিতে ৪৬ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কোন প্রকার অনভিপ্রেত ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সহকারি রিটানিং অফিসার ইয়াছির আরাফাত ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটওয়ারী ঘোড়া প্রতীকে ৩২৬৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী ওমর ফারুক আনারস প্রতীকে ২৬০৯৮ ভোট পায়।
ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বদ্ধীতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ইমদাদুল হক (চশমা) প্রতীকে ২২৮৪৯,তার নিকটতম প্রতিদ্বন্ধী তোফায়েল আহমেদ ইরান (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ১৯০৬৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বদ্ধীতা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আক্তারকে (প্রজাপতী) প্রতীকে ২১১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কামরুননাহার (হাঁস) প্রতীকে পেয়েছেন ১৫৯৬৭ ভোট পায়। নির্বাচনে মোট ভোটার ছিল ২লক্ষ০৬ হাজার ২শত ৪৪ জন। ভোট প্রদানের শতকরা হার ২৮.৪৯
নির্বাচনে ভোটারের অংশ গ্রহন কম থাকলেও ১৩০ বছর বয়সের আনছার আলীকে ইছাপুরা কেন্দ্রে ভোট প্রদান করতে দেখা গেছে। নির্বাচনে মোট ভোটার ছিল ২লক্ষ০৬ হাজার ২শত ৪৪ জন।