সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খানকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

তার পরিবর্তে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেয়া হয়েছে। 

গত মঙ্গলবার নির্বাচন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ দেয়া হয়। 

একটি সূত্রের দাবি, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের ভগ্নিপতি রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তার সঙ্গে মাঠে রয়েছেন সাবেক রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। এমপি’র ভগ্নিপতির পক্ষে বিভিন্নভাবে কাজ করার অভিযোগ ওঠে এমরান খানের বিরুদ্ধে। তার বিরদ্ধে প্রতিপক্ষ প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার নির্বাচন কমিশনসহ বিভিন্ন স্থানে অভিযোগ দেন। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সহকারী রিটার্নিং অফিসার পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *