চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ আটক

  • মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক করেন আটককৃতরা হলেন, ছোটসুন্দর  জনৈক সোহেল গাজী (২২), পিতা-আঃ মালেক গাজী, সাং-ছোট সুন্দর, গাজী বাড়ী, থানা ও জেলা-চাঁদপুর তাহার বন্ধু ১। হুমায়ুন গাজী (৩০), পিতা-কাজল গাজী, ২। সালাউদ্দিন  (২৮), পিতা-বিল্লাল গাজী উভয় সাং-রংবলিয়া, গাজী বাড়ী, থানা ও জেলা-চাঁদপুরসহ আরো ২/৩ জন মিলে গত রবিবার ১২ মে  রাত ৮ ঘটিকার সময় মধুরোড রেলস্টেশনের পাশের্^ জাহাঙ্গীর হোসেন এর দোকান এর ভিতরে কেরাম খেলার সময় ধৃত আসামীরা খাকি রংয়ের কটি পরিধান করিয়া ঘটনাস্থলে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাহাকে সহ তাহার বন্ধুদের আটক করে দোকানের বাহিরে নিয়ে আসে।  

আসামীরা সোহেল গাজীসহ তাহার বন্ধুদের আটক পূর্বক সিএনজি গাড়ীতে উঠানোর সময় তাহাদের ভয় ভীতি প্রদর্শন পূর্বক ডিবি অফিসে নিয়ে গিয়ে জুয়া আইনে মামলা দেবে মর্মে জানায় এবং তাহাদের নিকট ২০,০০০/- টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে সোহেল গাজী সহ অন্যান্যরা ভবিষ্যতের কথা চিন্তা করিয়া এলাকা গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় আসামীদের দাবিকৃত টাকার মধ্যে ৮,০০০/- টাকা প্রদান করিলে আসামীরা তাহাদেরকে ছেড়ে ঘটনাস্থল হইতে চলে যায়। পরবর্তীতে ১৫/০৫/২০২৪খ্রিঃ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময়  ০১টি সিএনজি অটো গাড়ী রেজিঃ নং-চাঁদপুর-থ-১১-৪২২৫ বিশিষ্ট গাড়ী যাহার সামনে জার্নালিজম এগেইনিষ্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্ট্রি করাপশন (জেক) মনোগ্রামযুক্ত সিএনজি গাড়ী যোগে মধুরোড রেলস্টেশনের পাশের্^ জাহাঙ্গীর হোসেন এর দোকানের সামনে খাকি রংয়ের কটি পরিধান করে সোহেল সহ অন্যান্যদের আটক করার চেষ্টা করিলে স্থানীয় লোকজন আসামীরা ডিবি পুলিশ নয় বুঝিতে পারিয়া আসামীদের আটক করে। স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ প্রদান করিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের জনরোষ হইতে হেফাজতে নেন এবং তাহাদের নিকটে থাকা ১। চাঁদপুর-থ-১১-৪২২৫ নম্বর বিশিষ্ট ০১টি সিএনজি, ২। ০১টি লাল রংয়ের ডায়েরী, ৩। ০১টি মোবাইল ওয়ালেট যাহা পিস্তলের কাভার হিসেবে প্রদর্শণ করে, ৪। ০৩টি ছোট টর্চলাইট, ৫। ৫০ পিস পলিব্যাগ, ৬। ০২টি হলুদ ও লাল রংয়ের স্কসটেপ, ৭। ০৫টি খাকি রংয়ের কটি, যাহার প্রত্যেকটির মধ্যে জার্নালিজম এগেইনিষ্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্ট্রি করাপশন (জেক) লগো আছে। কিন্তু উক্ত কটি পরিধান করে আসামীরা নিজেদের ডিবি পুলিশ বলিয়া দাবি করে। যাহা উদ্ধার পূর্বক জব্দ করিয়া থানায় নিয়ে আসে। পরবর্তীতে উক্ত বিষয়ে চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার মামলা নং-২৮, তারিখ- ১৬ মে ২০২৪; ধারা- ১৭০/৪১৯/৩৮৫/৩৮৬/৩৪ রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *