মাটি কাটার দায়ে দুই জনকে জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগতির ভুলুয়া নদী থেকে মাটি কাটার দায়ে ২ জনের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এদের মধ্যে একজনের ২ লাখ টাকা, অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্তকৃতরা হলেন, কামাল উদ্দিন (৪২) ও মো. শরিফ (৩৪)।

আজ বুধবার (১৫ মে) সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম চর কলাকোপার দীনু মাঝির খেয়া ঘাট সংলগ্ন ভুলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে গতকাল মঙ্গলবার (১৪ মে) ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। 

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এদের একজনের ২ লাখ এবং অন্যজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

এসময় মাটি পরিবহনের সাথে জড়িত ৩ টি ট্রাকের চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *