লক্ষ্মীপুর জেলায় দুই উপজেলায় ভোট আগামীকাল বুধবার, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম 

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন হচ্ছে লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় আগামীকাল বুধবার ভোট।

আজ মঙ্গলবার (৭ মে) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

আগামীকাল বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। কমলনগর ও রামগতি দুই উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

অন্যদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রামগতি উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, রামগতি ও কমলনগর মোট ভোটার সংখ্যা-৩ লাখ ৮৪ হাজার ৯’শ ৭৩ জন। পুরুষ-২ লাখ ২ হাজার ৬০ জন। নারী-১ লাখ ৮২ হাজার ৯’শ ১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *