চাঁদপুরে পৃথক ঘটনায় নববধূসহ দুজনের আত্ম-হত্যা

  • মোঃ শফিক তপাদার :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় নববধূ ও এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার  হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ি থেকে মাহফুজুর রহমান (১৯) ও দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে নববধূ নুসরাত জাহান মাহির (২০) মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপিনাথ অধিকারী।

মাহফুজুর রহমান হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। প্রেমঘটিত কারণে মাহফুজ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পরিবারের কোনো সদস্যই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

অপরদিকে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও শাহরাস্তির শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক জাকির হোসেন ফরিদের স্ত্রী নববধূ নুসরাত জাহান মাহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ১২ এপ্রিল (শুক্রবার) ফরিদ ও মাহির সামাজিকভাবে বিয়ে হয়। মাত্র ২৪ দিনের মাথায় নুসরাত জাহান মাহি আত্মহত্যা করলেন। নুসরাত জাহান মাহি শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষক-ছাত্রী প্রেম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে পারিবারিকভাবে জানা গেছে।

জাকির হোসেন ফরিদ জানান, সে সকালে নাস্তা করে কলেজে চলে যায়। কলেজ যাওয়ার পর তার ভাগনে তাহসিন স্ত্রী নুসরাত মাহির আত্মহত্যার ঘটনা মোবাইলে জানায়। তাৎক্ষণিকভাবে তিনি কলেজ থেকে দ্রুত বাড়িতে আসেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় একজন তরুণ ও আরেকজন গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *