নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের ৬ ফাঁড়ির ফলাফল

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর অঞ্চলের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল উদ্ধার ২৫ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ৫’শ ৮৩ মিটার, মাছ উদ্ধার ২৬ হাজার ২’শ ৭৩ কেজি, নৌকা আটক ৩’শ ৭৪ টি, ট্রলার আটক ২ টি, বাল্কহেড ১’শ ২৪ টি, নিয়মিত মামলা রুজু ২’শ ৫৪ টি, মৎস্য ১’শ ৯৪ টি, মোবাইল কোর্ট ৫৯ টি, সাজা প্রদান ২’শ ২৬ জন, জরিমানা ৩’শ ৪ জনকে ১৩ লক্ষ ১৪ হাজার টাকা, গ্রেফতারকৃত আসামী সংখ্যা ১ হাজার ৬’শ ৬৭ জন, প্রসিকিউশন দাখিল ৭৭টি, অন্যান্য উদ্ধার গাঁজা ১১ কেজি, নগদ ৬৩ হাজার ১’শ ৮০ টাকা, মৃতদেহ ১টি, জেলিযুক্ত চিংড়ি ৬’শ কেজি, ভিকটিম -৪’শ থেকে সাড়ে ৪’শ জন, ভেকু ২টি, পিকআপ ১টি, পাসপোর্ট ২টি, ২’শ ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় জিম্মায় প্রদান।

অভিযানের জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আজ বুধবার (১ মে) তথ্য নিশ্চিত করেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ আঞ্চলিক অফিস।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।

দেশের ৫টি অভয়াশ্রমসহ বিভিন্ন নদীতে মাছ ধরায় হয়েছে ২ মাসের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাস সব ধরনের মাছ শিকার বন্ধ ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *