
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় তীব্র তাপপ্রবাহে মানুষের জীবন যখন ওষ্ঠাগত, ঠিক এমন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সংগঠনের পরিচয় দিলো লক্ষ্মীপুরের যুবলীগ।
সারাদেশের মতো তীব্র দাবদাহে হাঁপিয়ে উঠেছে এই লক্ষ্মীপুর জেলার মানুষ। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে সুপেয় পানি, গরম সহনীয় ছাতা ও খাবার স্যালাইন বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া।
গত সোমবার (২৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী মুজিব চত্বরে এ সহায়তামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
এর পাশাপাশি হিট স্ট্রোক রোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করে যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের এমন কর্মকাণ্ডতে খুশি জন সাধারণ মানুষ।
বায়েজিদ ভূঁইয়া বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নির্দেশে মানবিক যুবলীগের পক্ষে এ কার্যক্রম শুরু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।