রহমতের বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায়

  • কে এ সৌরভ খাঁন :

চাঁদপুরের কচুয়া প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেয়ে রহমতের বৃষ্টির প্রত্যাশায় দুই রাকাত সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে ।

গত রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে এ নামাজ আদায় করা হয় । 

শত শত মুসল্লির অংশগ্রহনে বিশেষ নামাজে ইমামতি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন কচুয়া বড় মসজিদের খতিব মাওলানা মুফতি মাওলনা মাহবুবুর রহমান । 

দোয়া মুনাজাতে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। 

এসময় মুসিল্লারা জানান, টানা কয়েকদিন প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারণে নিম্ন আয়ের জনগন জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছে না । বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এমতাবস্থায় রহমতের বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুরাকাত সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *