
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় পথচারীদের মাঝে শরবত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই স্লোগান কে সামনে রেখে “যতই থাকুক গরমের তেজ, রুহ আফজা রাখবে সুস্থ ও সতেজ” প্রায় ২ হাজার মানুষের মাঝে শরবত রূহ আফজা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকালে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ের সামনে ফিতা কেটে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন শরবত, রূহ আফজা আপ্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
সকালের দিকে পথচারী ও শ্রমজীবীরা সংসদ সদস্যের কাছ থেকে এই রূহ আফজা শরবত পান করেন।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের উদ্যোগে এ শরবত বিতরণ করা হয়।
রূহ আফজা শরবত বিতরন কালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, হামদর্দ নোয়াখালী অঞ্চলের সিনিয়র জোনাল ম্যানেজার নুর আলম, লক্ষ্মীপুর জোনাল ম্যানেজার এমরান হোসেন, লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক শাহজাহান ও লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রেজাউল করিম রিয়ান।