
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারে নামবে নদীতে জেলেরা। এর মধ্যে সব প্রস্তুতি নিয়েছেন জেলে এবং মৎস্য আড়তদাররা।
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টার পর থেকে নামা শুরু হবে নদীতে জেলেদের।
জাটকা রক্ষায় লক্ষ্মীপুর জেলায় মেঘনা নদীতে মার্চ – এপ্রিল দুই মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। আগামীকাল বুধবার (১ মে) অর্থাৎ মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।
নদীতে জেলেরা নৌকা ভাসাবে বুধবার। তবে কিছু কিছু মাছ ধরা নৌকা বিকেলেই নদীতে নামতে দেখা মিলে।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট এলাকার জেলে বলেন, নদীতে নামার জন্য জাল এবং নৌকা প্রস্তুত করে রেখেছি। রাতেই নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন নদীতে নেমে পড়বো।
একই এলাকার অন্যান্য জেলার বলেন, ছোট নৌকাগুলো লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারে যাবে।
তার মধ্যে বড় বড় ট্রলারগুলো গভীর নদীতে যাবে।
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন এলাকার জেলেরা বলেন, দুই মাস মাছ শিকার থেকে বিরত ছিলাম। আগামীকাল বুধবার সকাল থেকে মাছ শিকার শুরু করবো। আমাদের ট্রলারে মাঝিসহ ১০ জন জেলে আছি। সবাই মিলে এক সপ্তাহের জন্য নদীতে নামবো।
তিনি আরও বলেন, দুই মাস মাছ ধরতে না পারায় অভাব-অনটনে ছিলাম। আশা করি নদীতে নামলে কিছু আয়-রোজগার হবে।
মতিরহাট মাছঘাটের মাছ ব্যবসায়ী আবদুল খালেক বলেন, আগামীকাল বুধবার (১ মে) সকালে মাছঘাটে ডাকে মাছ বিক্রি শুরু হবে। এ জন্য আড়তদাররা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন।
উল্লেখ্য, জাটকা সংরক্ষণের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১’শ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছেন মৎস্য অধিদপ্তর।
এজন্য জেলেদের অভয়াশ্রমে মাছ শিকার থেকে বিরত রাখতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলায় ২৮ হাজার ৩’শ ৪৪ জন জেলের জন্য মোট ২ হাজার ২’শ ৬৭ দশমিক ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার।
প্রত্যেক জেলে পরিবার দুই মাসের জন্য ৮০ কেজি চাল দেওয়া হয়। তবে লক্ষ্মীপুর জেলায় সরকারি তালিকাভুক্ত জেলের সংখ্যা ৫২ হাজার ৯’শ ৫৫ জন।