
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে লক্ষ্মীপুরের পৌর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে আতোয়ার রহমান মনিরকে আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আনিস কবিরকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম স্বপন ও কামালুর রহিম সমর।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন, জান্নাতুল ফেরদৌস নয়ন, পলাশ সাহা, জামাল উদ্দিন রাফি, বেলাল উদ্দিন সাগর ও সোহেল রানা।