
- মোঃতৌফিকুল হক :
নরসিংদী রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু ।
সোমবার দুপুর ২ ঘটিকায় উপজেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিল এর পর পৌরসভার ৮ নং ওয়াড তুলাতুলি এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রার্থীতার ঘোষণা দেন। আলী আহমেদ দুলু বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং অলিপুরা ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
প্রার্থিতা ঘোষণার সময় দুলু বলেন, আমি ২০ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলাম, এবারও জনগন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উপজেলাবাসীর সেবা করে যাবো।