চাঁদপুরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহীত পরিবারকে শতভাগ পূনবার্সনের বাছাইকরনসংক্রান্ত যৌথ সভা

  • মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার জন্য যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য চাঁদপুর সদর উপজেলায় মোট ২৪৮ জন ভূমিহীনদের মধ্যে ১৯৭ কে গৃহ প্রদান করা হয়েছে।

অবশিষ্ট ৫১ জন সাবলম্বী হওয়ায় তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ পাওয়ায় তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
মোট ২৪৮ জনের বিষয় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল দশ ঘটিকায় উপজেলা প্রশাসন চাঁদপুর সদর, চাঁদপুর কর্তৃক আয়োজিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন (ক-শ্রেনী) পরিবারকে শতভাগ পুনর্বাসনের বাছাইকরণ সংক্রান্ত যৌথ সভায়” সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার মান্যবর সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাখাওয়াত জামিল সৈকত মহোদয়। সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলার মান্যবর সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ হেদায়েত উল্যাহ মহোদয়।

উক্ত যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার মান্যবর উপজেলা চেয়ারম্যান জনাব নাজিম দেওয়ান মহোদয়, চাঁদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয়, চাঁদপুর সদর মডেল থানার ইনস্পেক্টর মহোদয়, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ।

উক্ত যৌথ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার মান্যবর উপজেলা চেয়ারম্যান জনাব নাজিম দেওয়ান মহোদয়, চাঁদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয়, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সমাপনী বক্তব্য রাখেন উক্ত সভার সভাপতি চাঁদপুর সদর উপজেলার মান্যবর সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাখাওয়াত জামিল সৈকত মহোদয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন (ক-শ্রেনী) পরিবারকে শতভাগ পুনর্বাসনের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলাকে ভূমিহীন গৃহহীন (ক-শ্রেনী) মুক্ত ঘোষনা করে উক্ত যৌথ সভার কার্যক্রম শেষ করেন।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *