গোশত ও পশুজাত পণ্যের দোকানে  অভিযান

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে গোশত ও পশুজাত পণ্যের দোকানে মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়। 

আজ সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হাজিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এসময় যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেডলাইসেন্স ও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পশুজাত পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ী সুমন (৩৫), ফরহাদ (২৩), জয়নাল আবদীন (৪৫) ও মো. সেলিম-কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী ৪টি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *