নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলে অবৈধ জাল ব্যবহার বন্ধ ও অভয়াশ্রম অভিযান

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর অঞ্চলের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে গ্রেফতারকৃত আসামী ৫১ জন, ৩৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জাল উদ্ধার প্রায় ৩০ লক্ষ ৮৪ হাজার ৪’শ ৩০ মিটার। অভিযানে মাছ উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫’শ ১৩ কেজি। অভিযানে নৌকা আটক হয় ১৫টি। বাল্কহেড-নাই, রুজুকৃত মামলার সংখ্যা ৬টি ও ২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) তথ্য নিশ্চিত করেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ আঞ্চলিক অফিস।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য প্রত্যেক নৌ পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।’

দেশের ৫টি অভয়াশ্রমসহ বিভিন্ন নদীতে মাছ ধরায় শুরু হয়েছে ২ মাসের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। পাশাপাশি নিষেধাজ্ঞা চলাকালীন প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *