দ্রব্যমূল‍্য স্থিতিশীল রাখতে তোরাবগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় কয়েকটি মুদি ও ফলের দোকান এবং কাচাবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান কার্যক্রম সম্পন্ন করা হয়। 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টা ৩০মিনিটের দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে মোবাইলে কোর্ট পরিচালনা করা হয়। 

যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেডলাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ী মিজানুর রহমান (৩৮)-কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *