মুক্তিপণে ছাড়া পেল অপহৃত ৮ কৃষক

  • মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড় থেকে অপহৃত আট কৃষক প্রায় দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাত ১২টার পরে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম দিকের পাহাড়ে দুর্বৃত্তরা অপহৃতদের ফেরত দেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, অপরাধীদের ব্যাপারে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

“আমরা অপহরণকারীদের ধরতে কাজ করছি, বলেন তিনি। 

মোঃ নুর বলেন,আট কৃষক এবং দুই দিন আগে যারা অপহৃত হয়েছিলেন তারাও ফিরেছেন। তবে তারা কত টাকা মুক্তিপণ দিয়েছে, সেটি জানা যায়নি।

অপহরণের শিকার শাকিলের বাবা লেদু মিয়া বলেন, রাতে ২০ হাজার টাকা মুক্তিপণ দিলে তারা আমার ছেলেকে ফেরত দেয়।

গত এক সপ্তাহে ১৩ জন বাংলাদেশি কৃষক অপহরণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *