নোয়াখালীতে মাংসের দামে আগুন, নিয়ন্ত্রণে সিন্ডিকেট

মোহাম্মদ আমান উল্যা, উপজেল প্রতিনিধি চাটখিল:

নোয়াখালীতে অন্যান্য পণ্যের মতো মাংসের দামেও আগুন। গরু, মুরগী, ছাগলসহ সবধরনের মাংসের বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। কারসাজির মাধ্যমে এসব মাংশের দাম নির্ধারণ করছে তারা। সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত খুচরা পর্যায়ের যৌক্তিক যে মূল্য নির্ধারণ করা হয়েছে। তা মানছেন না কেউই।

মঙ্গলবার জেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় যেখানে এক কেজি ব্রয়লার মুরগীর সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য ১৭৫ টাকা ৩০ পয়সা; তা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা। এককেজি সোনালী মুরগীর সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য ২৬২ টাকা নির্ধারিত হলেও তা বিক্রি হচ্ছে  ৩৫০ থেকে ৩৯০ টাকায় এবং দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। পাশাপাশি এক কেজি গরুর মাংশের সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য ৬৬৪ টাকা ৩৯ পয়সা হলেও তা কিনতে হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। এককেজি খাসির মাংস সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য ১০০৩ টাকা ৫৬ পয়সা হলেও তা কিনতে হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। ফলে মাংশের বাজারের প্রতি ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে। 

এমন পরিস্থিতিতে সপ্তাহে যারা একবার মাংস কিনতেন, এখন তারা মাসে একবার কিনতেও হিমশিম খাচ্ছেন। আর গরীবের জন্য এই মাংস রীতিমতো সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বাজারে গিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছেন। আবার অনেকেই দাম শুনে নিরুপায় হয়ে ফিরে যাচ্ছেন কিংবা পরিমানে কম কিনছেন। তাদের সাধ থাকলেও, তা সাধ্যে কুলচ্ছে না।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রয় করার কথা সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে এবং প্রতিনিয়ত বাজার মনিটরিং এর কাজ চলছে। মঙ্গলবার প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের পক্ষ থেকে ৬৫০/- টাকা মূল্যে গরুর মাংস বিক্রি করা হয়েছে।’

মঙ্গলবার সকাল ১০টায় চাটখিলে গরুর মাংসের দোকানে এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল হোসেন। তিনি বলেন, ‘অনেকদিন ধরে ছেলেমেয়ে গরুর মাংস খেতে চাচ্ছে। তাই মাংসের দোকানে আসলাম। বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০০ টাকা। তবে হাড় ছাড়া মাংস ৯০০ টাকা চাইছে। তাই আধা কেজি দিতে বলেছি।’ 

তিনি আরো বলেন, ‘এক সময় সপ্তাহে একদিন হলেও গরুর মাংস কেনা হতো। এখন মাসে একবারও কিনতে পারি না। এছাড়া সব ধরনের মুরগীর দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। তাই মাংস কেনা যেন দায় হয়ে পড়েছে।’

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ‘যেভাবে বাজারে মাংসের দাম বাড়ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত যে উৎপাদন ব্যয়, তার চেয়ে বাজারের দাম অনেক বেশি। তাই সংশ্লিষ্টদের এদিকে নজর দিতে হবে। কেন এত দাম, তা খতিয়ে দেখতে হবে। অনিয়ম পেলে অসাধুদের ধরে আইনের আওতায় আনতে হবে। কারণ দাম বাড়ায় গরিবের আমিষে টান পড়ছে।’

এব্যাপারে নোয়াখালী জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. কাউসার মিয়াকে অনেক বার ফোন করেও পাওয়া যায় নি।

উল্লেখ্য, গত ১৫ মার্চ এক প্রজ্ঞাপনে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কতিপয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। তার মধ্যে প্রজ্ঞাপনে দাম নির্ধারণ করে দেওয়া ২৯টি পণ্যের উৎপাদন খরচও তুলে ধরা হয়েছে। এর ভিত্তিতে উৎপাদক, পাইকারী ও খুচরা পর্যায়ে পণ্যগুলোর যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *