মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তক অর্পণ করা হয়েছে।
আজ ২৬শে মার্চ মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরাম, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ- সংগঠন, বিএনপির অঙ্গ-সংগঠন, সাব রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতি, স্কুল- কলেজ, প্রেসক্লাব এবং সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেন ও পুষ্পস্তক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আদনান চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রনয় রুদ্র, উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন, টেকনাফ সরকারি কলেজের প্রভাষক সন্তোষ কুমার শীল এবং সরকারি, আধা-সরকারি, বে-সরকারি স্কুল- কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা।