নিউজ ডেস্ক:
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২৮০ রানে অল আউট করে দিয়েছে ।
দিনের প্রথম সেশনে ভয়ঙ্কর ব্যাটিং পতনের পরে শ্রীলঙ্কার অধিনায়ক ধনজায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস প্রত্যেকে ১০২ রান করে দলকে একটি সম্মানজনক স্কোরে নিয়ে যান।
বোলিং এ খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা তিনটি করে উইকেট নেন এবং বাকি দুটি উইকেট নেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
টসে জিতে বাংলাদেশ প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়ার পর খালেদ দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারিতে নিশান মাদুশঙ্কাকে ২ রানে আউট স্বাগতিকদের জন্য প্রথম সফলতা। এরপর ডানহাতি এই পেসার কুসল মেন্ডিস (১৬) ও অভিজ্ঞ দিমুথ করুনারত্নে (১৭) উইকেট নেন।
বাঁ-হাতি পেসার শরিফুল শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটার দিনেশ চান্দিমালকে ৯ রানে আউট করেন। লাঞ্চের আগে শ্রীলঙ্কার স্কোর দাড়ায় ৯২রানে ৫ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে ডি সিলভা এবং মেন্ডিসের ২০২ রান করেন। কিন্তু তারা বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি, কারণ নবাগত রানা চা বিরতির পর দুজনকে আউট করেন দেন।
এরপর রানা আরেকটি ধাক্কা মারেন প্রবাথ জয়সুরায়কে ৬ রানে আউট করে। এভাবে শ্রীলঙ্কা ২৮০ রানে প্রথম ইনিংস শেষ করে।