লক্ষ্মীপুর জেলার রবিন ইন্টার্নি করতে গিয়ে জলদস্যুদের হাতে জিম্মি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউপির বিনন বেপারী বাড়ির সন্তান এমবি আবদুল্লাহ জাহাজের ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান রবিন (২৩) সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর পাওয়া গেছে।  

জানা যায়, সে ইন্টার্নি করার জন্য প্রায় ৪ মাস আগে জাহাজটিতে উঠে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রবিনের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, গত ফেব্রুয়ারী মাসে তার বাবা আজহার মিয়া মারা যাওয়ার দিন চল্লিশের কোটা পূর্ণ হওয়ার আগেই পুনরায় দুঃখের সাগরে ভাসলো পরিবারটি।

পরিবারের বটবৃক্ষের মৃত্যুর পর সেই শোক সইতে না সইতেই তাদের পরিবারে চেপে বসেছে আরেকটি উদ্বেগ উৎকন্ঠার কালো ছায়া। ছেলের পুর্নাঙ্গ কোনো খবর পরিবারের কাছে নেই। পরিবারে বইছে শোকের মাতম।

এ বিষয়ে ৪ নং সোনাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন, শুনেছি রবিনসহ প্রায় ২৩ জন জিম্মি অবস্থায় রয়েছে। যেকোনো মূল্যে আমরা আমাদের ছেলেসহ সকলকে ফেরত চাই। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

নিখোঁজের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমি খবর পেয়েছি। নিখোঁজদের একজন ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান রবিন আমার নির্বাচনী এলাকার সোনাপুর ইউপির কৃতি সন্তান। তাদের উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা শুভ সংবাদের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *