- মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ চার জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) বাংলাদেশের প্রধান কমান্ডারও আছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এ সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
আটক চারজন হলেন—উখিয়ার ঘোনারপাড়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ (৩২), কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আকিজ (২৭), বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জোবায়ের (২৯) ও টেকনাফের ২২ নম্বর ক্যাম্পের সাবের হোসেন ওরফে মৌলভী সাবের (৩৫)।
সাজ্জাদ জানান, উখিয়ার ঘোনারপাড়া এক্সটেনশন ক্যাম্পে আরসার শীর্ষ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব।
কক্সবাজারে শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ‘আরসার বাংলাদেশের প্রধান কমান্ডার’সহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব সদস্যরা।