লক্ষ্মীপুরের রামগতিতে নব নির্বাচিত এমপিকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ২য় বারের মতো নির্বাচিত এমপিকে লক্ষ্মীপুরের রামগতিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুনকে অনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঈগল প্রতীকের নব-নির্বাচিত স্বতন্ত্র এমপি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন।

সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদের প্রাণবন্ত সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আশ্রাফ আলী সারু, রামগতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, রামগতি জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন হেলাল সহ প্রমুখ।

নব-নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, উপকূলীয় এ রামগতি উপজেলাকে শিক্ষিত, স্মার্ট ও একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করতে চাই। 

উপজেলাবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত নদী রক্ষা বাঁধের কাজ তড়িৎ গতিতে কাজ হবে, গ্রামীণ জনপদের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন হবে বলে সকলের কাছে ওয়াদা করেন আব্দুল্লাহ আল-মামুন। এজন্য দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *