মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী বাদ ফজর থেকে চাঁদপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা। শুক্রবার প্রায় ১০ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী একসাথে জুমা নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
চাঁদপুর শহরের স্টার আলকায়েত জুট মিল সংলগ্ন বালুর মাঠে তাবলীগ জামাতের জেলা ইজতেমায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, মরক্কো ও ভারত থেকে আসা মেহমানরা অংশগ্রহণ করেন। এছাড়া বাহরাইন ও চীনের মেহমানরা দুদিন আগেই সফর করে গেছেন।
তাবলীগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে তাবলীগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। শুক্রবার ঈমানের উপর আল্লাহর একত্ববাদ এবং রাসুল পাক (সাঃ )এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়।
তিনি আরো জানান, শনিবার বাদ জোহরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হবে।