চাঁদপুর জেলায় কারেন্ট জালসহ  ৫২ জেলে কে আটক করেন কোস্ট গার্ড

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৫২ জন জেলেকে আটক করেন কোস্ট গার্ড।

সোমবার (৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫২ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ৩৮ জন জেলেকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড, ৩ জন জেলেকে ২ হাজার টাকা জরিমানা এবং ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় চাঁদপুর জেলার সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *