নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
আজ জাতীয় বীমা দিবস। প্রবর্তনের পর এবার পঞ্চমবারের মতো পালিত হয় জাতীয় বীমা দিবস।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদানের স্মৃতি স্মরণীয় রাখতে ২০২০ সালে দিবসটি প্রবর্তন করে সরকার।
প্রবর্তনের পর থেকে প্রতি বছর পহেলা মার্চ দিবসটি পালিত হয়ে আসছে। জাতীয় বীমা দিবসের এবারের প্রতিপাদ্য— ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে।
একটি ব্যাংক একই সঙ্গে সর্বোচ্চ ৩টি জীবনবীমা ও ৩টি সাধারণ বীমার পণ্যসেবা বিক্রি করতে পারবে। যেসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ ৫ শতাংশের কম, তারাই শুধু এই সেবায় যুক্ত হতে পারবে।
বীমাপণ্য ব্যাংকগুলোকে বিক্রির পর গ্রাহকের বীমা দাবি পাওয়ার ক্ষেত্রে ও সহযোগিতা করতে হবে।
জানা যায়, কয়েকটি দেশি—বিদেশি ব্যাংক ইতোমধ্যে নীতিমালা মেনে ব্যাংকাস্যুরেন্স সেবা দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে।
এদিকে বীমাখাতে ‘ব্যাংকাস্যুরেন্স’ নামক নতুন এই সেবা চালু হওয়ায় এই খাতে সৃষ্ট আস্থার সংকট দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ব্যাংকিং খাত সরাসরি বীমাসেবায় যুক্ত হওয়ায় বীমা খাতের প্রচারণার নতুন ক্ষেত্র তৈরি হবে।