চাটখিল উপজেলার উন্নয়নে সরকারি বরাদ্দের চেয়েও ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি : আলহাজ জাহাঙ্গীর কবির

উপজেলা প্রতিনিধি, চাটখিল:

চাটখিল উপজেলার উন্নয়নে সরকারি বরাদ্দের চেয়েও ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি এবং আমি জনগণের কল্যাণে আছি এবং থাকবো’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং একটিভ গ্রæপের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর কবির। 

তিনি আরো বলেন আমার উপজেলায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ছাড়াও ব্যক্তিগত প্রতিষ্ঠান একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী, গৃহহীনদের ঘর নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন প্রকল্পে সরকারি খরচের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আর্থিক সহযোগিতাও করেছি। 

উপজেলার উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করে তিনি গতকাল বিকেলে উপজেলার ০৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজার জনতা উচ্চ বিদ্যালয়ে মাঠে আসন্ন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ইউনিয়নের  দলীয় নেতাকর্মী ও কয়েক হাজার জনগনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) আওয়ামীলীগ সভাপতি জহির উদ্দিন স্বপন’র সভাপতিত্বে এবং পশ্চিম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কিরণের সঞ্চলানায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক উপজেলা সংস্কৃতি বিয়ষক সম্পাদক সামছুল আলম মন্টু, সাবেক উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ,উপজেলা আওয়ামীলীগের  সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জাফর ইকবাল জামাল, গোলাম সারওয়ার, চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বাজিব হোসেন রাজু, মোহাম্মদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আলম ফাহাদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *