চাঁদপুর জেলায় দুই শিক্ষার্থী বহিস্কার ও পাঁচ শিক্ষককে অব্যাহতি

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার (মতলব-২) ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দুই শিক্ষার্থীকে বহিস্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। 

বুধবার ২৮ ফেব্রুয়ারী  এসএসসি ও দাখিল পরীক্ষার হাদীস শরীফ বিষয়ে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে প্রকাশ, পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রে পরিদর্শনকালে কেন্দ্রের বাহির থেকে আসা কাগজ দেখে দুই শিক্ষার্থী লিখছিলেন। বিষয়টি দুই কক্ষের দায়িত্বরত পাঁচ শিক্ষক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। এরা হলেন উপাদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসেন ও লামচরী উচ্চ বিদ্যালয়ের অমলেন্দু গোলদার, সালেহ আহমেদ, দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাসেল মিয়া।

এছাড়া বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলো নন্দীখোলা ফাজিল মাদ্রাসার মোঃ সাহেদ মিয়া ও কালিকাপুর দাখিল মাদ্রাসার জিসান মুন্সি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, চলতি দাখিল পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিস্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *