টেকনাফে পুলিশি অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) :

কক্সবাজারের টেকনাফে হ্নীলা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মেডল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেমবার (২৬ ফেব্রুয়ারী) রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপএম (বার) এর নির্দেশে,অতিরিক্ত পুলশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল মোহাম্মদ রাসেল পিপিএম এর নির্দেশে তত্ত্ববধানে এবং তাঁরই নেতৃত্বে  টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র উদ্ধারের  বিশেষ অভিযান পরিচালনা করাকালীন  শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে  জনৈক, মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব রাসেল,পিপিএম-সেবা মহোদয় এর সুস্পষ্ট দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল  গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপিস্থ ক্যাম্প-২৬ (শালবাগান ক্যাম্প) এলাকায় অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন জনৈক মোঃ আবু বক্কর ছিদ্দিক, এফসিএন নং-২৭২৪৯৯, ব্লক- বি৪, ঘর নং-২৭এ এর গোসল খানার বাইরে দক্ষিণ পার্শ্বে মাটি ভর্তি বস্তার নিচে তল্লাশি করে ২টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনাস্থলে অস্ত্র গুলোর কোন মালিক না পাওয়ায় উক্ত অস্ত্র সমূহ পরিত্যক্ত অব্যস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরো জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার জিডি নং-১৩৯২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *