চাঁদপুরে পিতা-মাতার ভরন পোষণ আইনে অভিযুক্ত আসামী গ্রেফতারঃ

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অভিযুক্ত ০১ (এক) জন আসামী গ্রেফতার।

চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায়, শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ এর তত্ত্বাবধানে সোমবার ২৬ ফেব্রুয়ারী  এসআই (নিঃ)/মোহাম্মদ ভুলু মিয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার মামলা নং-১৬, তাং-২৬/০২/২০২৪ইং, ধারা-পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর ৫(১)/৫(২) মামলার এজাহারনামীয় আসামী শাহিন (৫৩), পিতা-বেলাল আহমেদ, সাং-শোরশাক (হামিদ আলী মিজি বাড়ী), ০৮নং ওয়ার্ড, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।  

আলোচ্য মামলার বাদী সুরাইয়া বেগম (৭০), স্বামী-বেলাল আহমেদ, সাং-শোরশাক (হামিদ আলী মিজি বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর থানায় হাজির হয়ে লিখিতভাবে জানান যে, তিনি ও তার স্বামী বেলাল আহমেদ উভয়ে বয়োবৃদ্ধ এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন। তারা বয়োবৃদ্ধ হওয়ায় বাড়ীতে তেমন কোন কাজকর্ম ও আয়-রোজগার করতে পারেন না।  কিন্তু তার বড় ছেলে ধৃত আসামী শাহিন ও বড় ছেলের স্ত্রী সোনিয়া সুলতানা দীর্ঘদিন যাবৎ তাদেরকে ভরণ-পোষণ এবং চিকিৎসা খরচ না দিয়া ঘর হইতে বাহির করে দেওয়ার জন্য পায়তারা করে আসতেছিল। 

ঘটনার দিন সোমবার  ২৫ ফেব্রুয়ারী  সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় বাদী ও তার স্বামীকে  ধৃত আসামী শাহিন ও তার স্ত্রী সোনিয়া সুলতানা তাদেরকে ঘর হতে বাহির করে দিয়ে বসত ঘরে তালাবদ্ধ করে দেয়।  বাদীনির উক্তরুপ অভিযোগের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলাটি রুজু করতঃ আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।  মামলাটি তদন্তাধীন আছে।  মামলা রুজুর পরেই পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বাদী ও তার স্বামীকে তাদের বসত ঘরে পুনরায় বসবাসের ব্যবস্থা করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *