সাইফিয়া দরবার শরীফের ৩  দিনের সুন্নী ইজতেমা শুরু, প্রথম দিনে মানুষের ঢল

মোঃ ফিরোজ আলম :

প্রতি বছরের ন্যায় এবার ও ২২,  ২৩ এবং ২৪ ফেব্রুয়ারী বৃস্পতিবার শুক্রবার ও শনিবার লক্ষ্মীপুর  সাইফিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে  ৩ দিন সুন্নী ইজতেমা। 

এস্তেমা আয়োজক কমিটি জানান আজ  ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফজর নামাজ শেষে জিকির আসকার আর এবাদত বন্ধেগির মধ্যে দিয়ে শুরু হয় ৩ দিনের  সুন্নী এস্তেমা।

 বাদ জোহর দুপুর ২ টায়  এস্তেমা উদ্বোধন করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর এর বর্তমান পীর সাহেব আলহাজ  হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকী (আস – সাইফি)। 

প্রথমদিনে দেশের বিভিন্ন স্থান থেকে এস্তেমায় যোগ দেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ। 

গত কয়েকদিন ধরে এস্তেমা মাঠ,   মুল প্যান্ডেল,  মঞ্চ, প্রধান ফটক, খাওয়ার স্থান,  নিরাপত্তা ব্যবস্থা, টয়লেট, ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প, গাড়ী পাকিং সহ নানা  সাজ সজ্জা শেষ করে সাইফিয়া দরবার শরীফ এস্তেমা আয়োজক কমিটি  আঞ্জুমান জাকেরিন মুজাহিদ কেন্দ্রীয় পরিষদ।

২২, ২৩, এবং ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতি,  শুক্র ও শনিবার লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্তগত মজু চৌধুরী ঘাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *